বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না বলে আবারও উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সকল মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
শনিবার (১১মার্চ) রাজধানীর নয়াপল্টনে এক মানববন্ধনে একথা জানান।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার সারাদেশে মানবন্ধন করে বিএনপি ও সমমান দলগুলো।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতারা অভিযোগ করেন দেশের মানুষের ওপর জুলুম করছে এই সরকার।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন , “জনগণের ওপরে জুলুম হচ্ছে, কথাটা সত্যি। জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলেই আপনারা আমাদের গ্রেফতার করবেন, আপনারা আমাদের মনোনয়ন বাতিল করবেন এটাতো হতে পারে না।“
বিএনপি ঢাকা মহানগর (দক্ষিণ) আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘এই দাবী আজকে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, দেশ নায়ক তারেক রহমানের জন্য না। জনগণের দাবীতে আজকে আমরা মানববন্ধন করছি।‘
১০ দফা দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে এদিন মানববন্ধন করে দলটি
আগামী নির্বাচন পর্যন্ত সারাদেশে নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
অনু/দীপ্ত সংবাদ