ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশাল জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে সফরকারীদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টাইগাররা। রানের দিক দিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের জয়টি ছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ এবং সৌম্য সরকার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বড় সংগ্রহের ভিত্তি গড়েন। তাদের ১৭৬ রানের উদ্বোধনী জুটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নবম বৃহত্তম পার্টনারশিপের রেকর্ড গড়ে।
পরে মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্তর ৫৫ বলে ৪৪ এবং তাওহীদ হৃদয়ের ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলীয় সংগ্রহকে এগিয়ে নিয়ে যায়। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের কার্যকরী ১৭ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৬ রান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৯৭ রানের টার্গেট দাঁড়ায়।
২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে সফরকারী ব্যাটসম্যানরা কেউই থিতু হতে পারেননি। প্যাভিলিয়নে একের পর এক আসা–যাওয়ার মধ্যে দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে দশম স্থানে ব্যাট করতে নামা আকিল হোসেনের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৭ রানে অলআউট হয়ে গেলে ১৮০ রানের বিশাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন দুই স্পিনার। নাসুম আহমেদ এবং রিসাদ হোসেন দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট, যা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধস নামাতে প্রধান ভূমিকা রাখে।
এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল।