দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহিয়া মাহি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজশাহী–১ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ভোটের মাঠে তিনি বেশ আলোচনায় ছিলেন।
নির্বাচনের সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহী ১ (গোদাগাড়ী–তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এতে দেখা যাচ্ছে, এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ চার প্রার্থী একটি ভোটও পাননি।
বাকি তিন প্রার্থী হলেন–তৃণমূল বিএনপির জামাল খান দুদূর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিন।
আল / দীপ্ত সংবাদ