শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

১৬ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের এই দিনে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ ১৬ আগস্ট ২০২২, বুধবার, ০১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:

১৬৮৭জব চার্নকের সঙ্গে মুঘল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

১৯০৫বঙ্গভঙ্গ আইন কার্যকর।

১৯১০রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।

১৯৭২বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

১৯৭৫সৌদি আরব ও সুদান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

জন্ম:

১৯৫০সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা জেফ থমসন।

১৯৫৪একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক জেমস ক্যামেরন।

১৯৬২বাংলাদেশি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্ম তার। ১৯৭৩ সালে তার বাবা তাকে তার ১১তম জন্মদিনে একটি গিটার উপহার দেন। তার কৈশর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করেন। জিমি হেনড্রিক্সের গিটার বাজানো দেখে মুগ্ধ হয়েছিলেন। বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাতেন। তার এত আগ্রহ দেখে তার বন্ধু তাকে সেই গিটার উপহার হিসেবে দিয়েছিলেন। ১৯৭৯ সালে একটি ব্যান্ডদল গড়ে তোলেন। এর নাম ছিল ‘গোল্ডেন বয়েজ’। পরে নাম বদলে করা হয় ‘আগলি বয়েজ’। সেই ব্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিল গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গান গাইতো এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতো। ১৯৮০ সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন সোলসে যোগদান করে তখন ব্যান্ডটি ভেঙে যায়। বাংলাদেশে একজন অন্যতম সেরা গিটারবাদরক এবং অন্যতম প্রভাবশালী গিটারবাদক। ‘এল আর বি’র সঙ্গে সে ছয়টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি সিটিসেলচ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। ২০০৪ সালে বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। ২০১৭ সালে সে টেলে সিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন। ফুসফুসে পানি জমায় অসুস্থ ছিলেন ছয় বছর। ২০১৮ সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর দুইদিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন।

১৯৬৬বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী তারানা হালিম।

১৯৭০ভারতীয় অভিনেতা এবং প্রযোজক সাইফ আলি খান।

মৃত্যু:

১৮৯৯জার্মান রসায়নবিদ হিসেবে সুপরিচিত ব্যক্তিত্ব রবার্ট বুনসেন।

১৯৪৯আমেরিকান লেখিকা ও সাংবাদিক মার্গারেট মিচেল।

১৯৯৭পাকিস্তানের কাওয়ালি সংগীত শিল্পী নুসরাত ফাতেহ আলী খান।

২০১৯মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার পিটার ফন্ডা।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More