শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের মানিকগঞ্জের বাড়িতে আয়োজিত কাঙালিভোজের খিচুড়ি আটক করেছে পুলিশ। তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫।
নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালিভোজের। বাকিটা…ইতিহাস!
যোগাযোগ করা হলে মফিজুল ইসলাম খান বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর শাহদাতবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালিভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘আমরা ওপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে রয়েছে।’
চন্দন/আল