বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করছে হোস্টিং ডটকম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম (Hosting.com) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় বাজারে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে হোস্টিং ডটকমের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অর্থনীতিতে এই কার্যক্রম একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা প্রদানই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বিশেষ করে ওপেন সোর্স প্রযুক্তি ও ওয়ার্ডপ্রেসভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ, স্কেলেবল ও নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে থাকছে কীনোট বক্তব্য, প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং সেশন। আলোচনায় গুরুত্ব পাবে ওপেন সোর্স ও ওয়ার্ডপ্রেসের বৈশ্বিক ভূমিকা, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রমে তৈরি হওয়া নতুন সুযোগ এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে নিরাপদ ও স্কেলেবল হোস্টিংয়ের গুরুত্ব।

আগ্রহীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করছে—এটি দেশের প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে গ্রাহকরা স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের সেবা পাবেন এবং একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

এদিকে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, গত দুই দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি, ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স প্রযুক্তি কীভাবে বিশ্বজুড়ে ডিজিটাল উদ্যোক্তাদের সক্ষম করে তুলেছে। বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্ট।”

তিনি বলেন, ঢাকায় এই উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং বাংলাদেশের বাজারে উচ্চগতির ও নির্ভরযোগ্য হোস্টিং সেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘমেয়াদে ওপেন সোর্স প্রযুক্তি দেশের টেকসই ডিজিটাল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More