নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বড় চমক দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার মাত্র ১৩৮ টাকায় মাঠে বসে দেখা যাবে খেলা।
টুর্নামেন্টের প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে স্মরণকালের সবচেয়ে কম দামে টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট অভিভাবক সংস্থা।
আইসিসি ইতিহাসে এবারই সবচেয়ে কম মূল্যে কোনও বৈশ্বিক টুর্নামেন্ট দেখার সুযোগ পাবে দর্শকরা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচের জন্য টিকেট সর্বনিম্ন মূল্য মাত্র ১০০ ভারতীয় রুপি (প্রায় ১.১৪ ডলার) নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৮ টাকা।
‘গুগল পে‘ ব্যবহারকারীরা বৃহস্পতিবার রাত থেকে cricketworldcup ওয়েবসাইট মাধ্যমে টিকেট কিনতে পারবেন। থাকবে ৪ দিনের বিশেষ প্রি–সেল সুবিধা। এরপর, ৯ সেপ্টেম্বর রাত থেকে টিকেটের জন্য ওয়েবসাইট সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
শুধু টিকিট নয়, এ আসরে প্রাইজমানি নিয়েও চমক দিয়েছে আইসিসি। মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। যা ২০২৩ পুরুষ বিশ্বকাপ প্রাইজমানি মূল্যের চেয়েও বেশি ।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করবেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত–শ্রীলঙ্কা। নারী বিশ্বকাপের ১৩তম এ আসরে অংশ নিবে ৮টি দল। এবারের আসরে স্বাগতিক ভারত, সাথে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল নারী বিশ্বকাপ। সেখানে শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল ৭ এনজেডডি। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৫০০ টাকা। সেবার প্রপ্তবয়স্কদের টিকিটের মূল্য ছিল ১৭ এনজেডডি (প্রায় ১২০০ টাকা)। সে তুলনায় এবার টিকিটের দাম সাড়ে আট গুণ কম।
অভি/এসএ