রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

১৩০০ কোটি টাকার সৌদি-মার্কিন বিনিয়োগ পেলো ‘শপআপ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা)

বিনিয়োগ পেয়েছে এবং একইসঙ্গে সৌদিভিত্তিক বিটুবি সেবা ও মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সারির সঙ্গে একীভূত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এটি বাংলাদেশের স্টার্টআপের বৈশ্বিক সম্প্রসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান বিনিয়োগ সম্মেলনে দেশি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অঙ্গনে জোট বাঁধার খবরটি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ পাওয়ার মাধ্যমে দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান শপআপ এখন বৈশ্বিক অঙ্গনে পা রাখল।

বাংলাদেশে কাজ করা বহুজাতিক কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও তাদের মুনাফা নেওয়ার বিষয়ে তিনি বিদেশি বিনিয়োগকারীদের ধারণা দিচ্ছিলেন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার সময়ে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন গ্লোবাল গড় রিটার্নের চেয়ে বেশি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোক্তা বাজার রয়েছে। এখানে বিনিয়োগ করলে পার্শবর্তী সেভেন সিস্টারসহ, নেপাল, ভূটান, মিয়ানমার, চীন ও শ্রীলঙ্কাতেও পণ্য রপ্তানি করার সহজ সুযোগ আছে।”

শপআপ বলেছে, সিল্ক গ্রুপ পণ্য বিপণন ও অর্থায়ন নিয়ে কাজ করবে। জোট গঠন করলেও নিজ নিজ নামে নিজ দেশে ব্যবসা করবে শপআপ ও সারি। তবে সিল্কের অবকাঠামো ব্যবহার করবে উভয় প্রতিষ্ঠানই। নিজ অঞ্চলের বাইরে সিল্ক গ্রুপ নামে কার্যক্রম চালাবে।

শপআপ ও সারি এখন পর্যন্ত ছয় লাখের বেশি খুচরা বিক্রেতা, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও পাইকারদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে।

শপআপএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “এই জোট তৈরির মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোরগুলোর একটিতে প্রবেশ করছি, যার আকার ৬৮২ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More