বিশ্বের পঞ্চম ও ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন জো রুট।
বৃহস্পতিবার (২৩ মে) নটিংহামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চার দিনের ম্যাচের একমাত্র টেস্টের প্রথম দিন ক্যারিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেন রুট। এ ম্যাচ খেলতে নামার আগে রুটের টেস্ট পরিসংখ্যান ছিলো– ১৫২ টেস্টে ১২ হাজার ৯৭২ রান। ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখাতে ২৮ রান দরকার ছিল রুটের।
টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ক্যারিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেন রুট। নজির গড়া ইনিংসে তিনটি চারে ৩৪ রান করেন তিনি। ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়া রুট এখন পর্যন্ত ১৫৩ ম্যাচের ২৭৯ ইনিংসে ১৩ হাজার ৬ রান করেছেন।
রুটের আগে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়।
ক্যারিয়ারে দুইশ টেস্টে টেন্ডুলকার ১৫ হাজার ৯২১, পন্টিং ১৬৮ ম্যাচে ১৩ হাজার ৩৭৮, ক্যালিস ১৬৬ ম্যাচে ১৩ হাজার ২৮৯ রান এবং দ্রাবিড় ১৬৪ ম্যাচে ১৩ হাজার ২৮৮ রান করেছেন।
টেস্টের প্রথম দিন ৮৮ ওভারে ৩ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১২৪, বেন ডাকেট ১৪০ ও ওলি পোপ অপরাজিত ১৬৯ রান করেন।