১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে ঘিরে রাজধানীর অনেক মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। দলটির নেতাকর্মীরা বাধাপ্রাপ্ত হলে, পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাই, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে, নয়াপল্টনেই এটি করতে অনড় দলটি। এ নিয়ে মন্ত্রী, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নানামুখী বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। তাই, যতই দিনটি ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। এই সমাবেশ ঘিরে মানুষের মধ্যেও উৎকন্ঠা দেখা দিয়েছে। বিএনপি জোর করে নয়াপল্টনে সমাবেশ করলে পরিস্থিতির অবনতির আশংকা করছেন নগরবাসী।
বিশ্লেষকরা বলছেন, বিএনপি যেখানেই সমাবেশ করুক, সেখানে জামায়াত-হেফাজতের নেতা-কর্মীরা আসবে। এতে বিশৃংখলার শঙ্কা রয়েছে। তবে, পুলিশকে ধৈয্যের্র সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ১০ ডিসেম্বর ঘিরে গণপরিবহণ বন্ধ থাকলে, সাধারণ মানুষের ভোগান্তি হবে। তাই বিষয়টি সরকারকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তারা।
বিএনপির একার পক্ষে রাজধানী দখলের সক্ষমতা নেই বলে মনে করেন বিশ্লেষকরা।