নতুন বছরের প্রথম দিন থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় ডিজিটাল ব্যবস্থাপনায় জোর দেয়া হয়েছে, যার ফলে দর্শনার্থীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যান করে সরাসরি প্রবেশ করতে পারবেন। মেলায় মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে দেশি–বিদেশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।
বিশেষ আকর্ষণ হিসেবে এবার মেলায় ৫২–এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় মেলায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করে সাশ্রয়ী মূল্যে পাটজাত ব্যাগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিআরটিসির ২০০টিরও বেশি শাটল বাস চলাচল করবে এবং পাঠাও সার্ভিসে মিলবে বিশেষ ছাড়।
মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। মেলা প্রতিদিন সকাল ৯:৫৫ মিনিট থেকে রাত ৯:৫০ মিনিট পর্যন্ত এবং ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে। পুরো মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অগ্নিনির্বাপক দল ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মোতায়েন থাকবে।