তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ইংল্যান্ডের কাছে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। সোমবার (০৬ মার্চ) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা ১২টায়।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন লিটন। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাট করতে নেমেই গোল্ডেন ডাক হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ রান। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে রয়েছেন শান্ত।
সিরিজে টানা তৃতীয়বার টস জিতলেন তামিম ইকবাল। মিরপুরে প্রথম ওয়ানডেতে নিয়েছিলেন ব্যাটিং, পরের ম্যাচে ফিল্ডিং। এবার আবার ব্যাটিংয়ে ফিরে গেলেন তামিম।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে দলে কিছুটা পরিবর্তন এনেছে টাইগাররা। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।
অন্যদিকে, একাধিক পরিবর্তন রয়েছে সফরকারীদের একাদশে। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।
২০১২ সালে সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল টিম টাইগার্স। ভারতের বিপক্ষে ওই সিরিজের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে উন্নতি করা শুরু করে বাংলাদেশ।
এমি/দীপ্ত