সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

হাসিনার রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: নুরুল হক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইআগস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এটি প্রাথমিক বিজয়, রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে এ দাবি তোলেন নুরুল হক নুর।

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খাঁন কামাল নয়, ভারতে পলাতক সকল আওয়ামী লীগ নেতাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদাতারা ফাঁসির মুখোমুখি হবেন। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More