চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত তিন নির্বাচনকে ‘বৈধতা‘ দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি।
তিনি বলেন, “শেখ হাসিনার আমলে গত তিনটি জাতীয় নির্বাচনকে যেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছেন, আমরা মনে করি তারা নিরপেক্ষ ছিলেন না। তাদেরকে এবার আর নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না।”
কানাডীয় রাষ্ট্রদূত অজিত সিং–এর প্রসঙ্গে সিইসি বলেন, “তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান। সেই উদ্দেশ্যে আমাদের প্রস্তুতির বিষয়গুলো জানতে চেয়েছেন। আমরা তাকে কমিশনের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পর্যবেক্ষক নির্বাচনেও আমরা সতর্ক থাকবো, যেন কারও পক্ষপাতিত্ব বা প্রভাব পড়ার সুযোগ না থাকে।”
উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।