নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি বাংলাদেশ দলপতি।
সাকিবের জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সহকারী অধিনায়ক নিশ্চিত করেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মুশফিকুর রহিমের হাফ–সেঞ্চুরির সাথে অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
এরপর ব্যাটিংয়ে ড্যারেল মিচেলের অপরাজিত ৮৯ ও অধিনায়ক উইলিয়ামসনের ৭৮ রানে ভর করে ৪২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
আল/ দীপ্ত সংবাদ