সুপার এইটে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়েছে ভারত। টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। বাংলাদেশকে জিততে হলে এখন করতে হবে ১৯৭ রান।
বাংলাদেশের হয়ে তানজিম সাকিব নেন ২ উইকেট। লেগি রিশাদ খরুচে হলেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। দুই অফ স্পিনার মাহমুদউল্লাহ ও মেহেদীর ৬ ওভারে এসেছে ৩৬ রান। কিন্তু মুস্তাফিজ ছিলেন বেশ খরুচে, ৪ ওভারে দেন ৪৮ রান। ৩ ওভারে ৩৭ রানে ১ উইকেট সাকিবের। ২৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, জাকের আলি অনিক, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।