নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছে নাজমুল শান্ত দল।
দফায় দফায় বৃষ্টিতে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে কিউইদের করা ২৩৯ রানের জবাবে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০০ রানে থামে সফরকারীরা।
৩০ ওভারে ২৪৫ রানের বিশাল লক্ষ্যের চাপেই হয়তো শুরুতেই উইকেট দিয়ে বসেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য করকার।
সেখান থেকে আর বের হতে পারেনি বাংলাদেশ। শান্ত, লিটন, কিংবা মুশফিক, সবাই ব্যাট হাতে ব্যর্থ।
এরইমাঝে একপ্রান্ত আগলে বেশ কিছুক্ষণ আশা দেখান এনামুল হক বিজয়। তার ৪৩ রান ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মত কিছুই নেই।
শেষ দিকে আফিফ ২৮ বলে ৩৮ আর মিরাজ ২১ বলে ২৮ রানের দুটো ক্যামিও ইনিংস খেলায়, হারের ব্যবধানটাই কমেছে নাজমুল হোসেন শান্তর দলের।
এসএ/দীপ্ত নিউজ