২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরাইল সমঝোতায় যেতে আগ্রহী।
এদিকে সোমবার (২০ নভেম্বর) ইসরাইলের তেল আবিবে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। তেল আবিব এবং মধ্য ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সোমবার রকেট হামলার সতর্ক সংকেত বাজানো হয়। এরপরই বিবৃতি দিয়ে হামলার কথা জানায় কাসেম ব্রিগেডস।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ১৩ হাজার তিনশো মানুষ নিহত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ