হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ মার্চ) সেহরির সময় রাজধানীর উত্তরখান থানার পুরানপাড়ার একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. নাসিম জানান, নিহত সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগরে বসবাস করতেন। তবে কিছুদিন ধরে উত্তরখানের ওই বাসায় মাঝে মধ্যে অবস্থান করছিলেন। ঘটনার দিন ভোররাতে এক নারী ও এক যুবক বাসায় আসেন, যাদের তিনি ‘ভাবী‘ ও ‘ভাতিজা‘ হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে ওই দুই ব্যক্তি সাইফুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে বাথরুমে আটকে রেখে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ করে চলে যান। খবর পেয়ে পুলিশ বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।
এসি নাসিম আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষকদের পদোন্নতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন হয়, যেখানে সাইফুর রহমান ভূঁইয়া ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। একসময় তিনি বিএনপির মতাদর্শে বিশ্বাসী হলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সভা–সেমিনারে অংশগ্রহণের ছবি ভাইরাল হলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন করেন। এতে কলেজের শিক্ষকদের মধ্যেও কোন্দল তৈরি হয়। পরে তিনি পদ ছেড়ে দিতে বাধ্য হন।