ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক। চোট থেকে সেরে ওঠার চূড়ান্ত পর্যায়ে থাকলেও তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। মূলত পুরোনো ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যেই ট্রেইনারকেও হানিমুনে নিয়ে গেছেন এন্ড্রিক।
ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এন্ড্রিক রয়েছেন ইনজুরিতেও, এরই মাঝে তিনি বিয়ে সেরেছেন প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডার সঙ্গে। বর্তমানে এই দম্পতি টোকিওতে হানিমুন করতে গেছেন বলে খবর গণমাধ্যমের। তবে সেখানেও নাকি ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেইনারকে নিয়ে গেছেন এন্ড্রিক।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’ জানিয়েছে, এন্ড্রিককে তার চোট পুনর্বাসনের কাজ চালিয়ে যেতে হচ্ছে এবং দ্রুততম সময়ে ফিট হয়ে ওঠার চাপ আছে রিয়াল কোচ জাবি আলোনসোর পক্ষ থেকে। ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট থেকে সেরে ওঠার চূড়ান্ত পর্যায়ে থাকলেও তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। মূলত পুরোনো ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যেই ট্রেইনারকেও হানিমুনে নিয়ে গেছেন এন্ড্রিক।
স্প্যানিশ গণমাধ্যমটির আলোচনায় বলা হয়, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে থাকার সময় থেকে এন্ড্রিকের কাছে বিশ্বস্ত এই ট্রেইনার। সদ্য বিবাহিত স্ত্রী গ্যাব্রিয়েলিকে নিয়ে সেলেসাও তারকা জাপান সফরে থাকলেও, ট্রেইনারকে সঙ্গে নিয়ে গেছেন। দ্রুত পেশাদার ফুটবলে ফেরার আশায় নিয়মিত তার সঙ্গে পুনর্বাসনের জন্য কার্যকর সেশন অনুসরণ করছেন এন্ড্রিক। তার ইনজুরির বিষয়টি ধরা পড়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালে। যেখানে রিয়ালের একাদশে সুযোগ পেয়েই গঞ্জালো গার্সিয়া নিজের সামর্থ্য দেখিয়েছেন, অন্যদিকে বেঞ্চে কাটিয়েছেন এন্ড্রিক।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বয়সে ৫ বছরের বড় প্রেমিকা মিরান্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক। পেশায় পুষ্টিবিদ ও মডেল মিরান্ডা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তাকে বেশ কয়েকটি প্রখ্যাত পোশাক ও জুয়েলারি ব্র্যান্ডের মডেলিং করতে দেখা গেছে।
আল