মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

হানিফসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় এই নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনাল২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এছাড়া আগামী ২৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

এদিন হানিফসহ চারজনের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের গ্রেফতারে জাতীয় দৈনিক দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে, গত ৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল২। তখন গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মঙ্গলবার (১৪ অক্টোবর) হাজিরের নির্দেশ দেয়া হয়। একদিন আগে, ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা দেয়। যার মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

জুলাইআগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জন হত্যাকাণ্ডের শিকার হন ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা হয়। পরে তদন্ত সংস্থা মামলার প্রতিবেদন জমা দেয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More