শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

হাদির ওপর আঘাত অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে: মির্জা আব্বাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত।’

ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হাদি আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দুপুর ২টায় হাদি গুলিবিদ্ধ হন, আর এর আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোষ্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত। আমি ঢাকার ছেলে। দীর্ঘ ৫০ বছর ঢাকায় রাজনীতি করি। ওই সময় আমি শান্ত ছিলাম।

তিনি আরও বলেন, হাসপাতালে যারা এগুলো করেছে, তারা হাদির সমর্থক নয়। তারা অন্য একটি দলের সদস্য। তখন আমরা শান্ত না থাকলে, হাদির চিকিৎসা ব্যাহত হতো। ওই সময় তারা চেয়েছিলো, হাদির চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং সে যেন মারা যায়।

এ সময় কোন দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, একটি দলের ষড়যন্ত্র আমরা ৭১ সালে দেখেছি। এদের মূল শক্তিই হলো ষড়যন্ত্র। এরা স্থিতিশীল রাষ্ট্র সহ্য করতে পারে না। তাই রাষ্ট্রকে সব সময়ই অস্থিতিশীল রাখতে চায়।

তিনি আরও বলেন, একটি মানুষ গুলিবিদ্ধ হয়েছে, সে যেই হোক তার মৃত্যু কামনা করি না। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর একদেড়শ লোক ফেসবুকে দেশে মব সৃষ্টির জন্য উস্কানি দিয়ে পোস্ট দিয়েছেন, তারা সকলেই একটি বিশেষ রাজনৈতিক দলের।

মির্জা আব্বাস বলেন, ৭৭ সাল থেকে নির্বাচন করে আসছি। কারও সঙ্গে মারামারি হয়নি। একসাথে প্রার্থীরা কোলাকুলি করেছি, খেয়েছি। মারামারি করে আওয়ামী লীগ, আর নির্বাচনসহ রাষ্ট্রকে অস্থির করে তোলে সেই বিতর্কিত রাজনৈতিক দল।

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা চাই, হাদির ওপর হামলাকারীরা গ্রেপ্তার হোক এবং বিশেষ ওই দলের মুখোশ উন্মোচিত হোক।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মির্জা আব্বাস আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাবো, সেই প্রত্যাশা করি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More