সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

হাদি হত্যাকাণ্ড: চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি ১৫ জানুয়ারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চ মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) চার্জশিট পর্যালোচনার জন্য বাদীপক্ষ সময়ের আবেদন করলে এ আদেশ দেন বিচারক।

এছাড়াও ওসমান হাদি হত্যা মামলা পরিচালনার জন্য ৩জন আইনজীবী নিয়োগ করেছে রাষ্ট্রপক্ষ।

তারা হলেনসিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এস এম মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

এদিকে, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

আসামিরা হলেন—প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ও তার সহযোগী আলমগীর হোসেন (২৬), তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩), ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১), জেসমিন আক্তার (৪২), হুমায়ুন কবির (৭০), হাসি বেগম (৬০), সাহেদা পারভীন সামিয়া (২৪), ওয়াহিদ আহমেদ শিপু (২৭), মারিয়া আক্তার লিমা (২১), কবির (৩৩), নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), সিবিয়ন দিও (৩২), সঞ্জয় চিসিম (২৩), আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও ফয়সাল (২৫)

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More