কুষ্টিয়ায় আকরাম শেখ (৪২) নামে এক ব্যক্তির হাত–মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামের একটি পাট ক্ষেত থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম শেখ পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের মুসা শেখের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা পাট ক্ষেতের মধ্যে এক ব্যক্তির হাত–মুখ বাঁধা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দেবেষ চন্দ্র সরকার/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ