মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

হাইব্রিড মোডে ১ হাজার কিলোমিটার পর্যন্ত চলবে বিওয়াইডি সিলায়ন ৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জ্বালানি সাশ্রয় কমিয়ে অর্থনীতির ওপর চাপ হ্রাস ও কার্বণ নিঃসরণ কমিয়ে পরিবেশের সুরক্ষায় বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও বৈদ্যুতিক গাড়ির বাজার ক্রমশ বড় হচ্ছে।

সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের বাজারেও দেখা মিলছে এসব গাড়ির। যদিও চার্জিং স্টেশন জটিলতায় যেভাবে এ গাড়ির বাজার বড় হওয়ার কথা ছিল, সেই গতি দেখা যায় না। তবে চার্জিংয়ের এ বিষয়টি মাথায় রেখে তেল ও বিদ্যুৎ ‍দুটোতেই চলবে এমন গাড়িও আনছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এমনি একটি গাড়ি দেশের বাজারে আসছে।

সিলায়ন ৫ নামের প্লাগইন হাইব্রিড এসইউভি গাড়িটি আগামী মাসেই দেশের বাজারে নিয়ে আসছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এক নজরে দেখা যাক কী থাকছে বিওয়াইডির নতুন এই গাড়িতে।


আসন্ন বিওয়াইডি সিলায়ন ৫ প্লাগইন হাইব্রিড এসইউভিটি বাংলাদেশের বাজারে কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, অ্যাটলান্টিস গ্রে ও হারবার গ্রে—এই চারটি রঙে পাওয়া যাবে। গাড়িটিতে রয়েছে উন্নত প্লাগইন হাইব্রিড প্রযুক্তি, যা জ্বালানি সাশ্রয়, কম কার্বন নির্গমন এবং স্মুথ ও আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতার জন্য ডিজাইন করা।


গাড়িটির ১২.ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিনে ব্যাটারি চার্জ, ইভি ও হাইব্রিড মোডসহ সব গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখা যায়।

হ্যালো বিওয়াইডি, ওপেন দ্য প্যানোরামিক সানরুফ—এই ভয়েস কমান্ড দিলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় প্যানোরামিক সানরুফ। ইংরেজি ভাষাভিত্তিক ইন্টেলিজেন্ট ভয়েস কন্ট্রোলের পাশাপাশি এতে রয়েছে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো এবং এনএফসি কানেক্টিভিটি।


সিলায়ন ৫এ রয়েছে জিয়াওইউন প্লাগইন হাইব্রিড ১৫০০ সিসি হাইএফিসিয়েন্সি ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট কম্বাইন্ড পাওয়ার ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। ফলে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৭.৭ সেকেন্ড।

হাইব্রিড মোডে গাড়িটির রেসপন্স দ্রুত ও মসৃণ। ইকো মোড থেকে স্পোর্টস মোডে গেলেই পারফরম্যান্সে ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর একসঙ্গে নির্বিঘ্ন শক্তি সরবরাহ করতে পারে। শুধুমাত্র ইলেকট্রিক মোডে গাড়িটি ৭১ কিলোমিটার পর্যন্ত আর হাইব্রিড মোডে মোট রেঞ্জ পৌঁছায় প্রায় ১,০০০ কিলোমিটার।

গাড়িতে দুই জোনের এয়ার কন্ডিশনার রয়েছে, যা চালক এবং সামনের যাত্রীর জন্য আলাদা তাপমাত্রা নির্ধারণের সুবিধা দেয়। সেই সাথে পিএম২.৫ ফিল্ট্রেশন সিস্টেম বাতাসকে রাখে বিশুদ্ধ।


হিটেড এন্ড ভেন্টিলেটেড ড্রাইভার’স’ সিট রয়েছে এ গাড়িটিতে, যার ফলে শীতের দিনে গরম এবং গ্রীষ্মে ঠান্ডা অনুভূত হবে।


সিলায়ন ৫এ নিরাপত্তার জন্য সাতটি এয়ারব্যাগ, .ডি..এস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম), এবং ৩৬০ ডিগ্রি ভিউ মনিটর রয়েছে।

পার্কিং করার সময় চারপাশের দৃশ্য ইনফোটেইনমেন্ট স্ক্রীনে দেখা যায়, যা দুর্ঘটনার ঝুঁকি কমায়। এতে বিওয়াইডির বিখ্যাত ব্লেড ব্যাটারি সিলায়ন ৫এ ব্যবহার করা হয়েছে। এ বিশেষ ফিচার: ভেহিকলটুলোড গাড়ির ব্যাটারি থেকে বাইরের ইলেকট্রনিক ডিভাইস চালানো যায়। এতে করে ল্যাপটপ, ফ্যান, এমনকি ছোট রান্নার সরঞ্জামও চালানো সম্ভব।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More