নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে আলাউদ্দিন (২৯) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।
এসময় তার পায়ে থাকা স্যান্ডেল থেকে বিশেষ কায়দায় আনা ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক আলাউদ্দিন উপজেলার চর মজিদ গ্রামের সিরাজুল হকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুন) রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় কবিরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সন্দেহজনক ভাবে থামার জন্য সিগনাল দিলে সে সিগনাল অতিক্রম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় জেলা সুবর্ণচর উপজেলায় অভিযান চালালে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে হাজী আবুল কাশেমের সুবর্ণ ফিলিং স্টেশনের সামনে থেকে চালক আলা উদ্দিন সহ সিএনজিটি আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ব্যাপক জিজ্ঞাসা বাদে আটককৃত আলাউদ্দিনের পায়ে থাকা দুটি স্যান্ডেল থেকে ৭৬০ পিস করে মোট ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, সিএনজি গাড়ি ও মোবাইল জব্দ করা হয়েছে এবং যার কাছে ইয়াবাগুলো পৌঁছে দেয়ার কথা ছিলো তাদের দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ