স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগকর্মী নূর হোসেন। তাঁর বুকে-পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। শহীদ হওয়ার আগে নূর হোসেনের ছবি তুলেছিলেন আলোকচিত্রশিল্পী দিনু আলম। নূর হোসেন দিবসের আগের দিন বুধবার ঢাকায় সেইসব ছবি উন্মুক্ত করেন কানাডা প্রবাসী এই আলোকচিত্রী।
এভাবেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নূর হোসেনের নিহত হওয়ার বর্ণনা দেন আলোকচিত্রী দিনু আলম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে নূর হোসেনের ছবি তুলেছিলেন তিনি। ৩৫ বছর পর সেদিনের তোলা ৩৫টি ছবি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই আলোকচিত্রী। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসব ছবির প্রদর্শনী করেন কানাডা প্রবাসী দিনু আলম।
এসময় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐতিহাসিক দলিল এই ছবিগুলো। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি ভাষায় আরো বেশি সংখ্যক বই থাকা প্রয়োজন স্বৈরাচারবিরোধী আন্দোলনে থাকা সংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ছবিগুলো নতুন প্রজন্মের জন্য প্রামাণ্য দলিল।
দিনু আলমের ছবিগুলো আন্তর্জাতিক ছবির ভান্ডার ফ্লিকার ডটকম এবং উইকিমিডিয়া কমন্স থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে ফটো ক্রেডিট দেয়ার অনুরোধ জানিয়েছেন আলোকচিত্রী দিনু আলম।