স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, ১৩ লাখের বেশি মানুষ।
দেশের ১৩ জেলার ৪৫টি ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হয়েছে। এরআগে চালু করা হয় ৯০টি। ফলে এখন দেশের ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন বিনামূল্যে চক্ষু সেবা পাবে সাধারণ মানুষ।
গণভবন থেকে ভার্চ্যুয়ালি তৃতীয় ধাপের কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সেবার উন্নয়নের তথ্য দিয়ে তিনি জানান, রোগীরা আগে সঠিক চিকিৎসা পেতো না, কিন্তু এখন পাচ্ছে।
হাসপাতালগুলোতে রোগীর সেবা আরও বৃদ্ধি করতে সকলকে নির্দেশনা দেন তিনি। বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা পাচ্ছে সাধারণ মানুষ। কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ জন চোখের চিকিৎসা নিয়েছেন। বিনামূল্যে চশমা পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৮৬৮ জন।