স্বামীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় লক্ষ্মীপুর সদরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী দেলু বেগম (৩৮) কে দীর্ঘ ১২ বছর পর আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাতে ফেনীর বিজয় সিংহ সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত দিলু বেগম ফেনীর দক্ষিণ চন্ডিপুরের মৃত আব্দুল খালেকের মেয়ে।
র্যাব জানায়, ২০১১ সালের ৩০ মার্চ রাতে নিজের ঘরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শ্বাসরোধ করে স্বামী মহরম আলী মোহন (৩৫) কে খুন করে। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। রাত ১টায় মা মোবাইল ফোনে ছেলের মৃত্যুর সংবাদ পান। পরদিন ৩১ মার্চ ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগে পুত্রবধূ দিলু বেগমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অমানবিক ও পাশবিক চাঞ্চল্যকর ঘটনাটি সে সময় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরবর্তীতে মামলার এজারহার নামীয় দিলু বেগমকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে গিয়ে আত্মগোপনে চলে যান। মামলার তদন্ত কর্মকর্তা দিলু বেগমকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘদিন পলাতক থাকায় দিলু বেগমের অনুপস্থিতিতে স্বামী হত্যার অপরাধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ১১ এপ্রিল স্ত্রী দিলুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
র্যাব–৭, ফেনী ক্যাম্প স্বামী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্ত্রী দিলু বেগমকে গ্রেপ্তারে ব্যাপক গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব গোপন সংবাদে জানতে পারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইন শৃংখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীর শহরের বিজয় সিংহ সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ২৬ মে রাতে অভিযান পরিচালনা করে দিলু বেগম (৩৮) কে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, হত্যা মামলায় আইন শৃংখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে প্রায় দীর্ঘ ১২ বছর নাম ও ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় আত্মগোপন করে পুনরায় ফেনীর একটি বাসায় ভাড়ায় বসবাস শুরু করেন।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফদীপ্ত নিউজ