বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিত্যপণ্যের বাজারদরে সুখবর নেই বহু দিন। কোনো পণ্যের দাম একবার বাড়লে, সহসা কমে না। অনেকক্ষেত্রে উল্টো বেড়ে যায়। রাজধানীর বাজারে মৌসুমের শেষ দিকে এসেও শীতকালীন প্রায় সব সবজির দামই চড়া।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এখনেও প্রতিটি বাঁধাকপিফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। কিছু সবজির দাম ছুঁয়েছে ১০০ টাকা পর্যন্ত।

পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলছে দিনদিন। দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা।

রোজা উপলক্ষ্যে চাল, তেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তের প্রভাব বাজারে পড়বে কিনা, এ নিয়ে সন্ধিহান ক্রেতারা।

আরও পড়ুন: রমজানে চালতেলচিনিখেজুরে কর ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

এদিকে, অনেক দিন ধরে উর্ধ্বমূখী মাছের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ডিমের দাম। প্রতি ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এদিকে, বিশ্বে ৯৬টি দেশের মধ্যে ডিমের সর্বনিম্ন দামের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠতে। সম্প্রতি সার্বিয়াভিত্তিক আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান নামবিওএর সবশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, বতর্মানে বাংলাদেশে প্রতি ডজন ডিমের মূল্য ১ দশমিক ২৫ ডলার বা ১৪০ টাকা। ডিমের দাম সবচেয়ে কম ভারতে। প্রতি ডজন ১০৭ টাকা। আর শীর্ষে নিউজিল্যান্ড, যেখানে প্রতি ডজনের দাম ৮০০ টাকা।

সার্বিক বিবেচনায় ডিমের দাম বাংলাদেশে খুব বেশি নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More