সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল। এমন তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেটসহ উত্তর পূর্বাঞ্চলে আরো দুইদিন ভারি বর্ষণ অব্যাহত থাকবে।
ভারি বর্ষণ ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। দেশের উত্তর–পূর্বাঞ্চলের সাতটি নদী ১২টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে পানিবন্দি অন্তত ৫ জেলার মানুষ। বন্যায় মৌলভীবাজারে মারা গেছে দুই জন।
এমন পরিস্থিতিতে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সবশেষ ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে বৃষ্টি ছিল ১১০ মিলিমিটার।
দেশের উত্তর–পূর্বাঞ্চল বিশেষ করে সিলেটে ঘন ঘন আকস্মিক বন্যার জন্য নদীগুলোর নাব্যতা হারানো অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা।
সুপ্তি/ দীপ্ত সংবাদ