ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক বাংলাদেশে আসার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
‘জাকির নায়েক বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে ভারতও কথা বলেছে। আপনারা এ বিষয়ে অবগত কিনা’– প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।‘
জাকির নায়েক আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কিনা– এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘না, আমার সম্মতি–অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ–অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি (ড. জাকির নায়েক) আসবেন।‘
উল্লেখ্য, গত ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্ণধার রাজ সংবাদমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকা আসবেন ড. জাকির নায়েক। তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রাথমিকভাবে রাজধানী আগারগাঁও অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।
এসএ