দেশি সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন সালমান শাহ। মাত্র সাড়ে ৩ বছরের ক্যারিয়ারে তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।
দেখতে দেখতে তার মৃত্যুর ২৭ বছর পার হয়ে গেছে। মাত্র ২৪ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে, ১৯৯৬ সালের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
ধুমকেতুর মতো বাংলা সিনেমায় আবির্ভাব ঘটে সালমান শাহর। অল্প সময়েই ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেছিলেন তিনি। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা।
উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিল চলচ্চিত্রে। ‘কেয়ামত থেকে কেয়ামত‘ দিয়ে শুরু, এরপর বহু ব্যবসাসফল চলচ্চিত্রসহ উপহার দিয়ে গেছেন ২৭টি সিনেমা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ১১ তলায় পাওয়া যায় সালমান শাহর মৃত দেহ। লাখো ভক্তকে কাঁদিয়ে তিনি চলে যান পরপারে।
সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও তার জনপ্রিয়তা এতোটুকু কমেনি। তার অভিনয় দক্ষতা কিংবা স্টাইল ছিল যুগের চেয়েও অনেক এগিয়ে।
ক্ষণজন্মা এ নায়ক ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু হলেও নব্বই দশকে সালমান শাহ চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় শিল্পী। সবাই যখন অ্যাকশন সিনেমা নিয়ে ব্যস্ত, তখন রোমান্টিক স্টোরি ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে হাজির করেন এ অভিনেতা।
এখন পর্যন্ত জনপ্রিয়তায় সালমান শাহকে ছাড়াতে পারেননি কেউ। আজও তাকে ভুলতে পারেননি সতীর্থরা। নব্বই দশক হোক কিংবা এ প্রজন্ম, সবার কাছেই প্রিয় নাম সালমান শাহ। স্বপ্নের নায়ক হয়েই সবসময় ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন তিনি।
এসএ/দীপ্ত নিউজ