২০২৬ সালে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি কমানো হয়েছে। বাতিল করা হয়েছে শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েক দিনের ছুটি।
রবিবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন।
উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ৬৪ দিন। ২০২৫ সালে মোট ছুটি ছিল ৭৬ দিন। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এসএ