মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

Avatar photoFarhin Mahbub
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সেখানে ফুটে উঠছে গ্রামবাংলার অতীত সংস্কৃতি। যা দেখতে ভিড় করছেন দূরদূরান্তের মানুষ।

সোনারগাঁও যেন এখন এক খণ্ড নকশি কাঁথার মাঠ। কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ফুটে উঠেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সব চিহ্ন।

বুধবার (১৮ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতি বছর মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। এ বছর মেলায় ১০০ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বছর সোনারগাঁয়ের মেলায় শোলাশিল্প, শখের হাঁড়ি, তালপাখা ও নকশিপাখা, শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নকশি হাতপাখা,শীতলপাটি, তামাকাঁসা, পিতলের কারুশিল্প, টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, শোলার মুখোশ শিল্প, পটচিত্র, কাগজের হস্তশিল্পসহ ও মিঠাই মণ্ডা দিয়ে পসরা সাজানো হয়েছে। মেলা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More