সোনার দাম বাড়ছেই; দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ল। আর তাতে ভরি উঠেছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও সোনার দর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
দুই দিন আগে ১১ নভেম্বর (মঙ্গলবার) ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়েছিল বাজুস; ভরি ওঠে ১ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়। বুধ ও বৃহস্পতিবার এই দরে বিক্রি হয় সোনা।
একদিন আগে ১০ নভেম্বর (সোমবার) এই মানের সোনার দর ভরিতে ২ হাজার ৫০৮ টাকা বাড়ানো হয়; ভরি উঠেছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়।
এর আগে ১ নভেম্বর সোনার দর বাড়ায় বাজুস। ওই দিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়নো হয়; ভরি ওঠে ২ লাখ ১ হাজার ৭৭৫ টাকায়।
এ নিয়ে চলতি নভেম্বর মাসে চর দফায় এই মানের সোনার দাম ভরিতে ১৩ হাজার ৬২৪ টাকা বাড়ল।