ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র চেয়ে করা মামলাটি গ্রহণযোগ্য হবে কিনা– এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও এক দফা তারিখ পুনর্নিধারণ করলো আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মামলাটির তারিখ নির্ধারিত ছিল। তবে নতুন তারিখ দেওয়া হয়েছে সোমবার (৫ মে)।
ফয়জুল করীমের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসের জানান, সোমবার (৫ মে) কেন পুনরায় তারিখ দেওয়া হলো সে বিষয়ে আদালত কোনো ব্যাখ্যা দেননি।
এদিকে মামলার নির্ধারিত তারিখ থাকায় দলের কয়েক হাজার নেতাকর্মী দুপুরে আদালতপাড়ায় অবস্থান নেয়। এর আগে সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে গণমিছিল বের হয়। তারা আদালত সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে অবস্থান নেওয়ায় যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের নির্বাচন করে ফয়জুল করীম কারচুপির অভিযোগে নির্বাচনী ফল বাতিল করে তাকে মেয়র ঘোষণা চেয়ে ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়।
অন্যদিকে,একই দাবি জানিয়ে বুধবার আরেকটি মামলা করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।
ইএ