প্যারিসে লাতিন আমেরিকা থেকে অলিম্পিকের ফুটবলে সুযোগ পাওয়ার দৌড়ে সবার আগে প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে।
রোববার (১১ ফেব্রুয়ারি) ভেনিজুয়েলায় দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচে
ব্রাজিলকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
আর এতেই সামনে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও ২০০৪ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
তুলনামূলক সহজ সমীকরণ ছিল ব্রাজিলের সামনে। ড্র করলেই চলত তাদের। অন্যদিকে, আর্জেন্টিনার জন্য জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা ছিল না। সেই একমাত্র চাহিদাই পূরণ করে ফেলল তারা।
পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের পোস্টে ১৪টি শট নেয় তারা। বিপরীতে ব্রাজিল নিয়েছে নয়টি শট। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিটে গোলও পেয়ে যায় তারা। আর্জেন্টাইন ডিফেন্ডারের দারুণ এক ক্রস থেকে হেডে গোল করেন লুসিয়ানো গন্ডু। এরপর ম্যাচে আর কোন গোল না হলে জয়ের উল্লাসে ভাসে আর্জেন্টিনা।
আরও পড়ুন: রোনালদোবিহীন আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি
ম্যাচ শেষে আর্জেন্টিনার একমাত্র গোলদাতা লুসিয়ানো গন্ডু বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে এ জয় আমাদের প্রাপ্য। আমরা কোনো ম্যাচ হারিনি। কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার।’
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে শেষবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। সেই অলিম্পিকে আর্জেন্টিনা দলে মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে ছিলেন সার্জিও অ্যাগুয়েরোও।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিক শুরু হবে আগামী ২৬ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এবারের আসরে।
উল্লেখ্য, লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ছাড়াও প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে প্যারাগুয়ে।
এসএ/দীপ্ত নিউজ