সেলিব্রিটি ক্রিকেট লিগের ২য় দিনের গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ (গিগাবাইট স্কোরেস) টিম ও দীপঙ্কর দীপন (রানার ফ্যাস্টিস) টিমের খেলা চলাকালীন সময়ে মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পরে। দুই দল বিভিন্ন ভাষা ও অংগভগি করে তার কিছুক্ষণ পরে যা হাতাহাতিতে রূপ নেওয়ার পর্যায়ে আয়োজক কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবারও খেলা শুরু করে।
মোস্তফা কামাল রাজের টিম জয় লাভ করে। পরে মোস্তফা কামাল রাজের টিম অভিনয়শিল্পী সিয়াম আহমেদকে কাধে নিয়ে জয় উযাপন করেন পুর মাঠ জুড়ে। দীপনকর দীপনদের টিমের কাছে যেতেই, মোস্তফা কামাল রাজের টিমের ২/১ জন দৌড় দিয়ে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে এবং অভিনয়শিল্পী মনোজ কুমার প্রামাণিকে নাম ধরে খুজে মারার জন্য।
এরপরি নির্মাতা মোস্তফা কামাল রাজ তেড়ে যান ও অভিনেতা শরীফুল রাজ নায়িকা রাজ রিপার গায়ে পানির বোতল ছুড়ে মারেন গালাগালি করেন। মোস্তফা কামাল রাজের টিমের কয়েকজন চেয়ার ছুড়ে মারেন দীপনকর দীপনের টিমের দিকে। এর পরেই মোস্তফা কামাল রাজ সহ টিমের ২ জন ব্যাট উচু করে দৌড়দেন। মোস্তফা কামাল রাজ এরি মধ্যে একজনের মাথায় আঘাত করে। আরেক জন দীপনকর দীপনকে আঘাত করতে গেলে নায়ক জয় চৌধুরী ফিরাতে গেলে হাতে আঘাত পান। দীপনকর দীপনের এসিস্ট্যান্ট আতিকুরকে নিচে ফেলে লাথি দিতে থাকে কয়েকজন। রানার ফেস্টিস দীপংকর দীপন এর দলের ৬ জন চিকিৎসা নিয়েছেন পঙ্গু হাসপাতালে।
এরা হলেন শিশির শিকদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ
দীপঙ্কর দীপনের দলের আরেক খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এছাড়াও আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যখ্যা দেবেন তারা।
অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন৷ উক্ত অভিযোগের বিষয়ে তাদের কারও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগের ম্যাচে সকাল আহমেদ (ভার্সেটাইলস ডমিন্যান্টস) এর সাথে রায়হান রাফী (এভ্যাঞ্জারস) এর খেলার প্রায় শেষ পর্যায়ে দুইদলের মাঝে আম্পায়ারিং ডিশিসন নিয়ে ঝামেলা হলে রাফি তার দলের সকলকে নিয়ে মাঠ ত্যাগ করেন।
খেলাটি লাইট–ক্যামেরা আর অ্যাকশনের গণ্ডির বাইরে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। এরি মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন আদো কি সেলিব্রিটিদের নিয়ে এই আয়োজন ছিলো।
প্রায় দুসপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা ৩০ সেপ্টেম্বর।
সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী–পুরুষ তারকা অংশ নিচ্ছেন। দল গুলো গিয়াসউদ্দিন সেলিম (এসজিএল ক্রেজি), সালাহউদ্দিন লাভলু (সপ্নধারা এনিমি), শিহাব শাহীন (ইস্পাহানি ব্লাস্টার), চয়নিকা চৌধুরী (গোল্ডসেন্ডস গ্রুপ স্ট্রাক্স), দীপঙ্কর দীপন (রানার ফ্যাস্টিস), সকাল আহমেদ (ভার্সেটাইলস ডমিন্যান্টস), মোস্তফা কামাল রাজ (গিগাবাইট স্কোরস) ও রায়হান রাফী (এভ্যাঞ্জারস)।
আল / দীপ্ত সংবাদ