এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল।
ঝেইজ্যাং ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ের মধ্যে পড়ে টাইগ্রেসরা। দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা শুন্য রানে ফিরে যান প্রথম ওভারেই।
তিনে নামা সোবহানা মুশতারি ১৬ বলে করেন ৮ রান। চারে অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফিরে যান। গোটা ইনিংসে শূন্য রানে আউট হন ৫ ব্যাটার। এতে ১৭ ওভার ৫ বলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় ভারত নারী ক্রিকেট দল।
২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতবার গেমসে ক্রিকেট ছিল না। এবার বাংলাদেশের আশা ছিল ফাইনালে খেলার। অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল।
কিন্তু সেমিফাইনালে নিগাররা যে এভাবে ভারতের কাছে উড়ে যাবেন, হয়তো ভাবতে পারেননি নিজেরাও। বাংলাদেশের অবশ্য পদক জয়ের সম্ভাবনা এখনও আছে।
আল / দীপ্ত সংবাদ