খুলনায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংক।
রমজানে পন্যমূল্যের উর্দ্ধগতির এই সময়ে তাদের এই উদ্যোগ অনেকটা স্বস্তি এনে দিয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।
নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের উচ্চ দামে দিশেহারা নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। সবজির বাজারে পণ্যমূল্যের উত্তাপে মাংসের কথা ভ‚লতে বসেছে তারা। এমন সময় নিম্নবিত্ত ও মধ্যবিতদের জন্য ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংক। রমজানে এমন দামে গরুর মাংষ কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
গরু, খাসি ও মুরগির দাম এখন সাধারনের ক্রয় ক্ষমতার বাইরে। মাংসের বাজারে যে নৈরাজ্য চলছে সেখান থেকে নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ জানালেন খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ আহমেদ সবুজ।
মাহে রমজানের বাকি দিনগুলোতেও ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে বলে জানান তারা।
শুক্রবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
ইয়াসীন / আল / দীপ্ত সংবাদ