টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও নিশ্চিত হয়নি সুপার ফোর। আপাতত নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে লিটন দাসরা। তবে এই সমীকরণ মেলানোতে হাত নেই বাংলাদেশের কারোই। নির্ভর করতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তবে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। অন্যদিকে, আফগানিস্তান জিতলেও কিছুটা সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেটি অনেক জটিল সমীকরণ।
গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, তবে নেট রান রেটটাই তাদের যত চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোরকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার তাতে ভালোই প্রভাব ফেলেছে। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট –০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই। শ্রীলঙ্কার নেট রাটরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।
সুপার ফোরের সমীকরণ
আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে এবং ৭১ কিংবা তাঁর চেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতে তাহলে আফগানদের সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশও। যদি আফগানরা পরে ব্যাটিং করে তাহলে অন্তত ৫৩ বল বাকি থাকতেই তাদের জিততে হবে। তাহলেই কেবল শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের পেছনে চলে যাবে এবং লিটনরা তখন সুপার ফোরে জায়গা করে নেবে।
অপর দিকে শ্রীলঙ্কা যদি যেকোনো ব্যবধানে জিতে যায় তাহলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নেবে।