টি–টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে অষ্টম ও শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে বাংলাদেশ।
গ্রুপ ‘ডি’ থেকে শেষ আটে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ–১ এ পড়েছে। ওই গ্রুপে অন্য গ্রুপ থেকে এসেছে আরও তিন দল। তারা হলো– ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপ থেকে ভারত, ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ‘সি’ গ্রুপের আফগানিস্তানকে নিয়ে গ্রুপ–১।
সুপার এইটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২০ জুন এন্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে শক্তিশালী অজিদের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছ’টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এরপর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জুন একই ভেন্যু অর্থাৎ এন্টিগার নর্থ সাউন্ডে মাঠে নামবে দুই দল। ওই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে ২৪ জুন। ম্যাচটি ভিনসেন্টের কিংসটাউনে রাখা হয়েছে। সকাল সাড়ে ছ’টায় নামবে দু’দল।
সুপার এইট পর্ব উতরাতে হলে ১ নম্বর গ্রুপে বাংলাদেশকে সেরা দুইয়ে থাকতে হবে। ২টি গ্রুপ থেকে ৪টি দল উঠবে সেমিফাইনালে।
উল্লেখ্য, ২৬ জুন ভোর সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনাল, দ্বিতীয়টি ২৭ জুন রাত সাড়ে ৮টায়। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন রাত ৮টায়।
এসএ/দীপ্ত সংবাদ