সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উলোখালী চর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হামলায়য় ৮ জেলে আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় জেলেদের মারধর করে তাদের ব্যবহৃত দুটি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায়।
হামলার শিকার জেলেরা হলেন– শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহজাহান আলী, শাহাদাৎ হোসেন, মো. শাহাজাহান আতাউর রহমান, মো. আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।
হামলার শিকার শাহাদাৎ হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে আমরা সুন্দরবনে যাই। তিনটি নৌকার ১২ জেলে দুদিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলাম। একপর্যায়ে মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করে। জাল ও নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করি। তারা দুটি নৌকা নিয়ে যায়।
স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাজেলে আহতমিদ লাল্টু জানান, বিএসএফের মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জন আমার এলাকার। বিএসএফ নৌকা নিয়ে উলোখালীর চর থেকে তাড়িয়ে দেওয়ায় তারা উপায় না পেয়ে পায়ে হেঁটে লোকালয়ে ফেরার চেষ্টা করছেন।
এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদেরকে অবহিত করেছেন। বিষয়টি রিভারাইন বিজিবিকে অবহিত করা হবে।
রঘুনাথ খাঁ/এজে/দীপ্ত সংবাদ