বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন ও সীমান্তে লাগাতার হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা বন্ধু রাষ্ট্র চাই আমরা কোন প্রভু চাই না। সরকার যদি এই হত্যাকান্ডের প্রতিবাদ না করে তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হব।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভোরে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সিপাহী রইস উদ্দীন। দু‘দিন পর বিজিবি’র ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের কাছে রইস উদ্দীনের মরদেহটি হস্তান্তর করেন বিএসএফ।
আরও পড়ুন: নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
এসএ/দীপ্ত নিউজ