সীমান্তে আর যদি কোন পায়তারা–আগ্রাসন করা হয় তাহলে আমরা সীমান্তের ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নেবো না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে, সেই দিন শেষ।
তিনি আরও বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা নিয়ে এসেছে, যে বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।’
নাহিদ ইসলাম আরও বলেন, আম রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। কিন্তু বিগত সময়ে কোনো সরকারই আমকে শিল্পে পরিণত করতে কাজ করেনি। এছাড়াও এখানকার প্রসিদ্ধ রেশম শিল্পের উন্নয়নে কাজ করেনি। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ আন্তঃনগর ট্রেনের জন্য আন্দোলন করছে। আমরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করছি। আমরা আশা করি, সরকার এই দাবি মেনে নিবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন– এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাড. আলী নাছের খান, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার, আরিফ সোহেল, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদীসহ অন্যান্যরা।
এসএ