সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা ভারত এখনও দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বেসামরিক মানুষ হত্যায় ভারত কোনোভাবে লাভবান হচ্ছে না। ভারত এখান থেকে বেরিয়ে না এলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সীমান্তে হত্যার ঘটনায় ঢাকা শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সীমান্তে হত্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে আসছে বাংলাদেশ। এরপরেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। সবশেষ গত সোমবার (৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়।
রুবায়েত হাসান/এসএ/দীপ্ত সংবাদ