সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান ৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার।
আটক মোস্তাফিজুর সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক শুক্রবার দুপুর ২ টায় তার অফিসে প্রেস ব্রিফিং করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মোজাফ্ফর হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে, শুক্রবার সকাল ৭ টার দিকে এলাকা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তার ডান পায়ের জুতার ভিতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামীকে সোপর্দ করা হয়েছে। এছাড়া সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন কমান্ডার।
এসএ/দীপ্ত নিউজ