চুয়াডাঙ্গা নাস্তিপুর সীমান্ত থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে পাচারকারীকে আটক করেছে ৬বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।
রবিবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপেজলার দর্শনা সীমান্তের নাস্তিপুর গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি।
আটক আরিফুল জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সুলতানপুর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নাস্তিপুর গ্রামের বেলের মাঠের পেয়ারা বাগানে অবস্থান নেয়। বেলা আনুমানিক ১২টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো সাদা কাপড় দ্বারা তৈরি বেল্টের ভিতর থেকে ছোট বড় ৪৬ টি স্বর্ণের বার (৪ কেজি ৬০০ গ্রাম) আটক করা হয়। আটককৃত স্বর্ণের বারগুলির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা।
সুলতানপুর বিজিপি কমান্ডার নায়েব সুবেদার দুলাল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ