টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে মহেড়া রেলস্টেশনে ক্রসিংয়ের সময় এই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
মহেড়া স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্কসিটি মহেড়া স্টেশনে থামে। এসময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে আগুন লাগার কথা স্টেশনে কর্মকর্তাদের জানান। স্টেশনের কর্মচারীরা প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মহেড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহেল খান জানান, প্রথমে ট্রেনের যাত্রীরা আগুন লাগার কথা তাদেরকে জানান। প্রচণ্ড গরমের কারণে ট্রেনের ‘ট’ বগিতে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে।
মহেড়া গ্রামের এক বাসিন্দা বলেন, আগুন লাগার খবরে তারা রেলস্টেশনে ছুটে যান। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাদের অনেকে ছোটাছুটি করছিলেন।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ